মাঘী অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। মঙ্গলবার ২৮ জানুয়ারি সন্ধে ৭ টা ৩৫ মিনিট থেকে মৌনী অমাবস্যার তিথি পড়ছে। এই তিথি শেষ হবে ২৯ জানুয়ারি সন্ধে ৬ টা ০৫ মিনিটে। হিন্দু ধর্মে মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রয়াগরাজে মহাকুম্ভে মৌনী অমবস্যা উপলক্ষে শাহী স্নানও করা হবে।

এবারের মৌনী অমাবস্যায় অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিতে মকর রাশিতে সূর্য, চন্দ্র ও বুধ একসঙ্গে উপস্থিত থাকবে। যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হবে। একইসঙ্গে  বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবমপঞ্চম যোগ তৈরি হবে। যার ফলে ৫ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনিও কি আছে সেই তালিকায়, জেনে নিন-

বৃষ- মৌনী অমাবস্যা বৃষ রাশির জন্য শুভ হতে চলেছে। এই রাশির আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অনেক দিকের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন৷ মানসিকভাবে চাপমুক্ত থাকবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কর্কট- মৌনী অমাবস্যায় ত্রিবেণী যোগে কর্কট রাশির সুদিন ফিরবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তবে আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখুন, নচেৎ ভবিষ্যতে আর্থিক সংকট হতে পারে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে।

কন্যা- মৌনী অমাবস্যা কন্যা রাশির জীবনে লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে। সহকর্মীরা কাজে সহযোগিতা করবেন। অনেক দিনের আটকে থাকা শেষ করতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা- মৌনী অমাবস্যা তুলা রাশির অধিকারীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। পরিবারে আর্থিক সংকট কাটবে। অফিসে পদোন্নতি পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে৷

মকর-  মৌনী অমাবস্যায় ভাগ্যবান হবেন মকর রাশির মানুষেরা। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। অফিসে কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here