বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো কখনও আবার মাঝে মধ্যে রোদের দেখাও মিলছে। এই ভাবেই কাটছে গত কয়েকদিন। হাওয়া অফিসের খবর অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার থেকেই পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে। সেই সঙ্গে ওই পাঁচটি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। রবিবারের পর থেকেই কমে যাবে সেই বৃ্ষ্টির প্রভাব।
বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও তাই হবে। তবে এখানেই শেষ নয়, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।