প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার থেকে শুরু করে রাজনীতির জগতে নেমে এসেছে শোকের ছায়া। বামপন্থী কর্মীসমর্থকেরা আইকনিককে হারিয়ে শোকস্তব্ধ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তাঁর ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা তাই দুপুরে সেই সফরে রওনা হওয়ার আগেই মমতা বুদ্ধদেবকে অন্তিম শ্রদ্ধা জানাতে যাবেন বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সমস্ত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। সেই সঙ্গে সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি। মমতা জানান, দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকারের তরফে বিষয়টি তদারক করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ওঁনার অন্তিমযাত্রায় ওঁনাকে নিয়ে যেতে চান, তার সুষ্ঠু দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের। যদি ওঁরা নন্দনে বা বিধানসভায় ওঁনাকে নিয়ে যেতে চান, আমরা সমস্ত সহযোগিতা করব।’’