১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার থেকে শুরু হয়েছে বাজেটের ‘লক-ইন পিরিয়ড’, যাকে বলে নিশ্ছিদ্র নিরাপত্তা।  এত সচেতনতা সত্ত্বেও ১৯৫০ সালে লিক হয়েছিল বাজেট। তারপর থেকেই অত্যন্ত সচেতনতার সঙ্গে বাজেট মুদ্রণ করা হয়।

বর্তমানে দিল্লির নর্থ ব্লকের বেসমেন্টে ছাপানো হয় কেন্দ্রীয় বাজেট। সরকারের এই প্রেসে বাজেট ছাপানোর সময়ে উপস্থিত থাকেন অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ কর্তারা। তবে প্রত্যেকবার যে একই নিয়ম পালন করা হয় তেমনটা নয়। বাজেট নিয়ে গোপনীয়তা বজায় রাখতে একাধিকবার বদল আসে ছাপার পদ্ধতিতে।

যে সকল সরকারি আধিকারিকরা বাজেট ছাপার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাঁদের কার্যত ‘কোয়ারান্টাইন’ করে রাখা হয়। ‘লক-ইন পিরিয়ড’-এর মধ্যে তাঁরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। সংসদে বাজেট পেশ না হওয়া পর্যন্ত ‘লক-ইন পিরিয়ড’-এ নর্থ ব্লক থেকে বেরোতে দেওয়া হয় না তাঁদের।

১৯৫০ সালে লিক হয়ে গিয়েছিল বাজেট। তখন বাজেট মুদ্রিত হত রাষ্ট্রপতি ভবনের মিন্টো রোডের প্রেসে। সেই সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন জন মাথাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here