আজ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে ভয়ানক পরিস্থিতি হয়ে ওঠে হাওড়া ময়দান থেকে শুরু করে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলী সেতু পর্যন্ত। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেঁধে যায়। কয়েক ঘন্টার মধ‌্যেই পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করে। পরিস্থিতি যখন নাগালের বাইরে তখন পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ‌্যাস ছুড়তে শুরু করে দেয়। বহু আন্দোলনকারীদের উপরই হামলা করেন পুলিশবাহিনী।

এরপরই পথে নামেন বিজেপী নেতা সুকান্ত মজুমদার। তাঁরা লালবাজার ঘেরাও করতে পথে বসে যান। তাঁদের দাবি, রণক্ষেত্র কেউ করতে চায়নি। ওরা করেছে। আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি। মানুষ আক্রান্ত হয়েছে সারা দিন। কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তাঁকে গাড়িতে চাপিয়ে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।বিজেপি নেতা, কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গার্ডরেল উপড়ে ফেলার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here