আপনার কি খুব কান চুলকায়? মনে হয় একটু কানটা চুলকে নিলে বড় আরাম। কখনও ভেবে দেখেছেন কানের ভিতরে কেন চুলকানি হয়? এটি কি কোনও রোগের লক্ষণ নাকি কোনও রকম সংক্রমণ? চলুন জেনে নিই চিকিৎসকরা কী বলছেন।

মাদ্রাজ মেডিক্যাল কলেজের এমডি পুনম সচদেব জানিয়েছেন, কান চুলকানোর প্রথম কারণ হল আমাদের কানের ভিতরে জমতে থাকা ময়লা। একে আমরা ইয়ার ওয়্যাক্স বলি ইংরেজিতে। এটি আসলে শরীরের নিজস্ব পরিষ্কার করার পদ্ধতি, যেখানে মরা কোষগুলি একসঙ্গে ময়লার মতো জমতে থাকে। এর থেকে চুলকানি হতে পারে।

খুব মোটা ভাবে ময়লা জমে গেলে কটনবাড দিয়ে খোঁচাখুঁচি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে কানের ড্রপ কিনতে হবে। সেটি ১-২ ফোঁটা দিলেই ওয়্যাক্স ভেঙে বেরিয়ে আসবে। তবে ঘন ঘন তা করা যাবে না, পরিমিত পরিমাণে ইয়ার ওয়্যাক্স না থাকলেও কান চুলকাতে পারে।

এছাড়াও অনেক কারণে কানের ভিতরে চুলকায়। যেমন- ঠান্ডা লেগে যাওয়া, অ্যালার্জি, কোনও ধরনের সংক্রমণ, একজিমা, সোরিয়াসিস জাতীয় ত্বকের সমস্যা।

অনেক সময় কোনও খাবারের থেকেও অ্যালার্জি হয়ে কানের ভিতরে চুলকাতে পারে। বিশেষ করে কোনও ধরনের বাদাম, ফল থেকে অ্যালার্জি হলে কান চুলকায়। গলায় সংক্রমণ হলেও কান চুলকায়।

বর্ষার সময় অ্যালার্জি, ত্বকের সংক্রমণ, গলা-কানেক সংক্রমণ বাড়ে। জ্বর হলেও কান চুলকাতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here