হাতে গোনা আর দিন কয়েক পরেই বাঙালি মেতে উঠবে দেবী দুর্গার আরাধনায়। তার আগে চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালের মহালয়া থেকে বিজয়া দশমীর দিনক্ষণ।

মহালয়া ২০২৪

  • মহালয়া: ২ অক্টোবর, ২০২৪ (বুধবার)

শারদীয় দুর্গাপূজার সময় নির্ঘণ্ট (শ্রী বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী)

  • মহাপঞ্চমী
  • ২১ আশ্বিন: ৮ অক্টোবর, ২০২৪ (মঙ্গলবার)
  • পূর্বাহ্ণ: ৯:২৮ থেকে দিবা: ৭:০৯ পর্যন্ত
  • মহাষষ্ঠী
  • ২২ আশ্বিন: ৯ অক্টোবর, ২০২৪ (বুধবার)
  • পূর্বাহ্ণ: ৯:২৮ থেকে দিবা: ৭:৩৮ পর্যন্ত
  • মহাসপ্তমী
  • ২৩ আশ্বিন: ১০ অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার)
  • পূর্বাহ্ণ: ৯:২৮ থেকে দিবা: ৭:২৫ পর্যন্ত
  • মহাষ্টমী ও মহানবমী
  • ২৪ আশ্বিন: ১১ অক্টোবর, ২০২৪ (শুক্রবার)
  • পূর্বাহ্ণ: ৯:২৮; মহাষ্টমী দিবা: ৬:৪৮ পর্যন্ত
  • সন্ধিপূজা: দিবা: ৬:২৪ থেকে ৭:১২ এর মধ্যে
  • পূর্বাহ্ণ: ৯:২৮; মহানবমী প্রাতঃ: ৫:৪৪ পর্যন্ত
  • বিজয়া দশমী
  • ২৫ আশ্বিন: ১২ অক্টোবর, ২০২৪ (শনিবার)
  • দশমী শেষ রাত্রী: ৪:১৪ পর্যন্ত; প্রাতঃ: ৫:৪৪

২০২৪ সালে দেবী দুর্গার আগমন-গমন

এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক এবং গমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here