ইপিএফও গ্রাহকদের জন্য এল সুখবর। এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফের টাকা। চলতি সপ্তাহেই এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে।  ইপিএফও-র এই নতুন সিস্টেমকে ইপিএফও ২.০ বলা হচ্ছে। কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে, সেই আপডেটও মিলল এবার। বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ হারে সুদ মেলে।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র গ্রাহকরা আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাবেন। শনিবার ইপিএফও-র আধিকারিক এ কথা জানান।

ইপিএফও-র তরফে জানানো হয়েছে, ইপিএফও-র সঙ্গে লিঙ্ক করা এটিএম কার্ড থেকে টাকা তোলা যাবে। তবে তা নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত। নির্ধারিত ওই সীমার উপরে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here